YOUR DIGITAL MARKET

আমাদের গল্প

আমাদের যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে, হেডে ক্রিয়েটিভ গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে। তরুণ বয়সের সৃষ্টিশীল মননের তাড়নাই হেডে ক্রিয়েটিভ গ্রুপ প্রতিষ্ঠার প্রধান শক্তি। আমাদের উদ্দেশ্য ছিল তরুণদের নিয়ে কলম, ক্যামেরা আর প্রযুক্তির সাহায্যে সমাজে গঠনমূলক অবদান রাখা। আমরা সবসময় চেষ্টা করেছি সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি করতে।


তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমাজের জন্য ইতিবাচক কিছু করার সংকল্প নিয়ে আমরা ২০০০ সালে প্রকাশ করেছিলাম “প্রযুক্তির সূর্য”। ‘পাবনা ফোটোগ্রাফার্স ফোরাম’, ‘পাবনা ফিল্ম সোসাইটি’, ‘পাবনা সাইক্লিস্ট ফোরাম’-এর মত যুগোপযোগী সংগঠনের ভাবনা জন্ম নিয়েছে আমাদের হেডে ক্রিয়েটিভ গ্রুপ-এ। 


২০১৭ সালে আমারা চিন্তা করতে শুরু করি, প্রযুক্তি ব্যাবহার করে কিভাবে মফস্বলের মানুষের জীবনকে আরও সহজ করা যায়। আমদের সেই চিন্তার ফসল ‘পাবনা বাজার’। একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে পাবনার মত মফস্বল শহরের মানুষের জীবনযাত্রাকে সহজ করার যে স্বপ্ন আমরা দেখেছিলাম তার বাস্তব রূপ ‘পাবনা বাজার’। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগের সবগুলো উদ্যোগের মত আমাদের এই উদ্যোগটিও গুণগত মান বজায় রেখে পাবনাবাসীর জন্য গঠনমূলক অবদান রাখবে।

Scroll to Top