প্রতিনিয়ত জিজ্ঞাসিত প্রশ্ন
বাজারটি আসতে কত সময় লাগতে পারে?
উত্তরঃ আমরা বর্তমানে দিলালপুর, কালাচাঁদ পাড়া, শালগাড়িয়া, গোপালপূর, জেলাপাড়া এরিয়াগুলোতে ১ ঘন্টা* সময়ে এবং পাবনা পৌরসভার বাকি এলাকাতে ৪ থেকে ৬ ঘন্টার মাঝে ডেলিভারী করি। তবে আপনি আপনার সুবিধা অনুযায়ী ডেলিভারীর যে কোন একটি টাইম শিডিউল বেছে নিতে পারেন।
পণ্য ফেরত / রিফান্ড এর কোনো সুযোগ আছে কি?
আমরা আমাদের রিফান্ড পলিসি অনুযায়ী কোনো পণ্য অক্ষত অবস্থায় ৩ দিনের মধ্যে ফেরত দেয়ার সুযোগ দিয়ে থাকি।
তবে পচনশীল পণ্যে কোনো ত্রুটি না থাকলে ফেরত দেয়ার কোনো সুযোগ নেই।
রিফান্ড পলিসি দেখুন
আপনারা কিভাবে ডেলিভারি করেন?
ডেলিভারির জন্য আমাদের নিজস্ব লোকবল ও যানবাহন রয়েছে। তবে যেকোনো উপায়ে আমাদের ডেলিভারি টিম যথাযথ সময়ে আপনার কাছে পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের এলাকাতে কি বাজার ডেলিভারি করা হয়?
আমরা পাবনা পৌরসভার প্রতিটি এলাকায় বাজার ডেলিভারি করে থাকি।