প্রধান নির্বাহীর কথা:
জীবনকে সহজ করার উদ্দেশ্যে প্রযুক্তিগত উৎকর্ষতার যেসব উদাহরণ এই দেশে দেখা যায় তার প্রায় সবগুলো রাজধানী শহর ঢাকা কেন্দ্রিক। পাবনার মত ছোট শহরে তার ছোঁয়া যথেষ্ট নয়। প্রযুক্তি ব্যাবহার করে পাবনার মানুষের জীবনকে আরও সহজ ও সুন্দর করার স্বপ্ন নিয়ে “বাজার হোক ঘরে বসে” – এই স্লোগানকে সামনে নিয়ে আমরা একদল উদ্যমী মানুষ গড়ে তুলেছি পাবনা বাজার।
২০১৮ সালে একজন উদ্দীপ্ত তরুণ – আরিফ ফরহাদ স্বপ্ন দেখেছিলেন / আমরা স্বপ্ন দেখেছিলাম একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে মফস্বলের মানুষের জীবনকে অনেকখানি সহজ করা সম্ভব। সেই স্বপ্নকে বাস্তবে রূপদানের প্রথম উদ্যোগ পাবনা বাজার। পথচলার দীর্ঘ ২৫ বছরে যে আস্থা ও সুনাম আমরা অর্জন করেছি তা ধরে রেখে পাবনা বাজার এগিয়ে যাবে অনেক দূর।
সানজিদা আফরিন,
প্রধান নির্বাহী, পাবনাবাজারইকমার্স
